রাজধানীসহ সারাদেশের বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর সেবার মূল্য তালিকা, ক্যাটাগরি ও চিকিৎসা সরঞ্জামাদির মান নির্ধারণে ১০ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
Advertisement
মঙ্গলবার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১-এর সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (হাসপাতাল) সভাপতি এবং যুগ্ম-সচিবকে (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) সদস্য সচিব করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা), ওষুধ প্রশাসন অধিদফতরের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ), স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর (হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রতিনিধি, প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাসোসিয়েশনের সভাপতি/সাধারণ সম্পাদক এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন ঢাকা’র সভাপতি/সাধারণ সম্পাদক।
কমিটির কার্যপ্রণালীতে উল্লেখ করা হয়, কমিটি এ সম্পর্কিত সুপারিশ প্রতিবেদন আকারে দাখিল করবে।
Advertisement
এমইউ/এআরএ/এমকেএইচ