জাতীয়

শনাক্ত রোগীর চেয়ে সুস্থ দ্বিগুণেরও বেশি

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে শনাক্ত রোগীর চেয়ে সুস্থ রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫৯ জন। এই সময়ে সুস্থ হয়েছেন চার হাজার ৭৭২ জন।

Advertisement

বুধবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৯৭২টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ১১ হাজার ৬৬৫টি।

এই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৮৪ হাজার ১০৪ জনে।

Advertisement

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৭৭২ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ পাঁচ হাজার ৯৬৬ জনে। নমুনা পরীক্ষার সংখ্যা ও শনাক্তকৃত করোনা রোগীর বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ০৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ চার হাজার ৭৭২ জনের মধ্যে ঢাকা বিভাগে তিন হাজার ৬০৯, চট্টগ্রামে ৮৭৭, রংপুরে ৫৯ জন, খুলনায় ২৮জন, বরিশালে ৫১, রাজশাহীতে ২৭, সিলেটে ২৭ ও ময়মনসিংহে চারজন রয়েছেন।

এমইউ/বিএ

Advertisement