ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের লাইন চেক করার কথা বলে দিনে-দুপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
Advertisement
বুধবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত জেলা শহরের কাউতলী এলাকার প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। অস্ত্রের মুখে সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
দিনে-দুপুরে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন জানান, দুপুর আড়াইটার দিকে দুজন লোক ফাইল এনে বলেন, গ্যাসের লাইন চেক করবেন। পরে আরও ছয়জন বাড়িতে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। সবাইকে বেঁধে প্রায় দেড় ঘণ্টা ধরে ডাকাতি করে তারা। এ সময় বাড়ি থেকে ২২ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা ও চার লাখ টাকা মূল্যের একটি ঘড়ি নিয়ে যায় তারা।
Advertisement
রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান রাতুল বলেন, ডাকাতরা আমাদের মেরে ফেলবে বললে আম্মা কান্না করে দেয়। সব নিয়েও যেন না মারেন সেটা বলেন আম্মা। যাওয়ার সময় তাদের একজন মায়ের হাতের বাঁধন খুলে দেন। এ সময় ২০-২২ বছর বয়সী যুবক ঘটনার জন্য ক্ষমা চান।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রহিছ উদ্দিন জানান, গ্যাস ফিল্ডের কর্মী পরিচয়ে দুজন বাড়িতে ঢোকেন। পরে আরও ছয়জন। তারা (ডাকাত দল) বেশকিছু স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
আজিজুল সঞ্চয়/এএইচ/এমএস
Advertisement