দেশজুড়ে

কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের মানববন্ধন

সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন। বুধবার বিকেল সাড়ে তিনটায় শহরের রঙমহল চত্বরে এ মানববন্ধন অুষ্ঠিত হয়। সম্মিলিত সামাজিক আন্দোলনের সপ্তাহব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মো. রুহুল আমীন, খাইরুজ্জামান রবিন, মো. আশরাফ আলী, নূর খান রিমন, হৃদয় আহমেদ, ফাইজুল ইসলাম। এসময় বক্তারা বলেন, হত্যা, ক্যু, ষড়যন্ত্র, অপহরণ, জঙ্গিবাদনির্ভর সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ একমুখী শিক্ষা অবিলম্বে চালু করতে হবে। বেকার যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নারী ও শিশু অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের উপর সকল প্রকার নির্যাতন বন্ধ করতে হবে। এছাড়া কাঙ্খিত সোনার বাংলা বিনির্মাণ সম্ভব নয়।নূর মোহাম্মদ/এমজেড/এমএস

Advertisement