আন্তর্জাতিক

করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৮৫ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই করোনায় সংক্রমণ ৬ কোটি ৮৫ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলেছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৮৫ লাখ ৬২ হাজার ৫৭৫। 

Advertisement

করোনা সংক্রমণে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে মোট ১৫ লাখ ৬২ হাজার ৯৪৯ জন। তবে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত সারাবিশ্বে ৪ কোটি ৭৪ লাখ ৫৯ হাজার ২০৩ জন করোনাকে জয় করে বাড়ি ফিরে গেছে।  

গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। 

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৭০৯। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৯৩ হাজার ৩৯৮ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৯০ লাখ ৮৭ হাজার ৬৯ জন। 

Advertisement

করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৩৫ হাজার ৯৭৫। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪১ হাজার ৩৯৮ জন। তবে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে ৯২ লাখ ১৪ হাজার ৮০৬ জন। 

এদিকে, লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৭৫ হাজার ৯১৫। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৭৮ হাজার ১৮৪ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৮ লাখ ৫৪ হাজার ৭০৯ জন। 

রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ১৫ হাজারের বেশি। এর মধ্যে মারা গেছে ৪৪ হাজার ১৫৯ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৯ লাখ ৮১ হাজার ৫২৬ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯ হাজার ৬২১। এর মধ্যে মারা গেছে ৫৬ হাজার ৩৫২ জন। তবে ইতোমধ্যেই দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৭১ হাজার ৮৬৮ জন। 

Advertisement

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫৭ হাজার ৩৯৪। এর মধ্যে মারা গেছে ৬১ হাজার ২৪০ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৯ লাখ ৫৮ হাজার ৬২৯ জন। 

যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫০ হাজার ২৪১। এর মধ্যে মারা গেছে ৬২ হাজারের বেশি মানুষ। স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ১৫ হাজার ৭শ। এর মধ্যে মারা গেছে ৪৬ হাজার ৬৪৬ জন। 

আর্জেন্টিনায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৬৯ হাজার ৯১৯। এর মধ্যে মারা গেছে ৪০ হাজারের বেশি মানুষ। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৩ লাখ ৫ হাজার ৫৮৭ জন। 

অপরদিকে, কম্বোডিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৮৪ হাজার ৬১০। এর মধ্যে মারা গেছে ৩৮ হাজার ১৫৮ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ৮৭ হাজার ৩২৬ জন। 

টিটিএন/এমকেএইচ