জাতীয়

পদ্মাসেতুর ভূমি বাবদ ৯শ’ কোটি টাকা পরিশোধ : সংসদে ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জানিয়েছেন পদ্মাসেতু বাস্তবায়নের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের এই পর্যন্ত ৯শ’ কোটি ১ লাখ ৯১ হাজার ৮৯৫ টাকা পরিশোধ করা। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। ভূমিমন্ত্রী বলেন, পদ্মাসেতু বাস্তবায়নের জন্য ৩ হাজার ৬১ দশমিক ১২১১ একর পরিমাণ ভূমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণকৃত জমির মালিকদের এই পর্যন্ত ১৮ হাজার ৬৩৪ জনকে ৯শ’ কোটি ১ লাখ ৯১ হাজার ৮৯৫ টাকা পরিশোধ করা হয়েছে।চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আগের মেয়াদে (২০০৯-১৩) ১ হাজার ৫৫১ দশমিক ৯৪টি ভূমিহীন পরিবারের মধ্যে ৭৩ হাজার ১১০ দশমিক ৯৪ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। বর্তমান সরকারের চলতি মেয়াদে জুন ২০১৫ পর্যন্ত ৩৮ হাজার ৩০৮টি ভূমিহীন পরিবারের মধ্যে ২০ হাজার ৬২৪ দশমিক ৫৭ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। বর্তমান সরকারের গত মেয়াদ হতে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৪ হাজার ৩০২টি ভূমিহীন পরিবারের মধ্যে ৯৩ হাজার ৭৩৬ দশমিক ৫১ একর খাসজমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের উত্তরে ভূমিমন্ত্রী বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ এর ধারা ২৬-এর বিধান অনুযায়ী অ-দাবিকৃত অর্পিত সম্পত্তি বা আপিলে কাহারও দাবি প্রমাণীতত না হওয়া অর্পিত সম্পত্তি সরকারি সম্পত্তি হিসাবে গণ্য হইবে উক্ত সরকারি সম্পত্তি সরকার বিক্রয় বা অন্য কোনভাবে হস্তান্তর বা ব্যবহার বা নিষ্পত্তি করতে পারিবে। এই প্রেক্ষিতে এই ধারা অনুযায়ী প্রাপ্ত সরকারি সম্পত্তি স্থায়ী বন্দোবস্তসহ সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন অনুযায়ী প্রাপ্ত সরকারি সম্পত্তি ব্যবস্থাপনা ও ইজারা বিধিমালা, ২০১৫’ নামে একটি খসড়া বিধিমালা প্রস্তুত করিয়া ভেটিং-এর জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে প্রেরণ করা হয়েছে বরে জানান তিনি।এইচএস/এসএইচএস/এমএস

Advertisement