একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক হবিগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান ওরফে বড় মিয়া, মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৬ নভেম্বরদিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণের নতুন এই দিন ঠিক করেন।এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন এবং রেজিয়া সুলতানা চমন। অপরদিকে, আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. কিবরিয়া হোসেন ও আইনজীবী মাসুদ রানা। এই দুই আইনজীবী সাক্ষীদেরকে জেরা করেন। পরে সাক্ষীর জেরা শেষে মামলার কার্যক্রম আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।এর আগে গত ১৭ মে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গত ২৯ এপ্রিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এই তিন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন।উল্লেখ্য, বড় মিয়া, আঙ্গুর মিয়া ও রাজ্জাকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে।এসব অভিযোগের মধ্যে রয়েছে- রজব আলীকে অপহরণে করে হত্যা, একাত্তরে দুজনকে ধর্ষণ করে হত্যা, আরেকজনকে আটকের পর নির্যাতন করে হত্যা এবং এমএ রবের ওপর নির্যাতনসহ তার বাড়ি ও এর আশপাশের কয়েকটি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ। এর আগে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি মাসে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এতে ২১ জন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন তদন্তকারী কর্মকর্তা।এফএইচ/জেডএইচ/এমএস
Advertisement