মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কার্যকর করা নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত নয়। সময়মতো সব রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেল ৪টা ৩৫ মিনিটে তাঁর ধানমন্ডি কার্যালয়ে যান। সেখানে তিনি কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সৈয়দ আশরাফুল ইসলাম।তিনি বলেন, যুদ্ধাপরাধের মামলার রায় কার্যকর করা নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত নয়। সব রায় কার্যকর করা হবে সময়মতো। আর বাকি মামলাগুলো আদালত কতৃর্ক রায়ের আলোকেই বাস্তবায়ন করা হবে।সম্প্রতি লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সম্পর্কে সৈয়দ আশরাফ বলেন, মৃত ব্যক্তির বিরুদ্ধে পৃথিবীর কোনো আদালতে মামলা হয় না, বাংলাদেশেও এই আইন নাই। এই আইন সম্পর্কে তার (তারেক রহমান) ধারণা নাই। এই জ্ঞান যার নাই বাকি বিষয়ে তার জ্ঞান কেমন, তা আপনারাই বিবেচনা করুন।এর আগে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement