ফেসবুকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোস্ট ও শেয়ার’ করায় সিলেটে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১০টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
গ্রেফতার যুবকের নাম আব্দুল কাদের (২৯)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন পারকুল গ্রামের আব্দুন নূরের ছেলে। কাদের নগরের পাঠানটুলা এলাকায় বসবাস করছিলেন। মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ।
Advertisement
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন জানান, আব্দুল কাদের ফেসবুকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সড়ক পরিবহন মন্ত্রী, সেনাপ্রধান, আইজিপিকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোস্ট ও শেয়ার করেন। তার বিরুদ্ধে এসআই মো. আসাদুজ্জামান জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ছামির মাহমুদ/এএইচ/এমএস