কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক ভর্তিচ্ছু অনলাইনে আবেদন করেছে। বুধবার ছিল আবেদনের শেষ দিন। এ বছর ৬টি অনুষদের ১৯টি বিভাগে এক হাজার ১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। ভর্তি প্রক্রিয়ায় প্রতি আসনের জন্য গড়ে ৪৪ জন শিক্ষার্থীকে ভর্তি যুদ্ধে নামতে হবে। এ বছর সমাজিক বিজ্ঞান অনুষদের অধীনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন অনুষদের অধীনে আইন বিভাগ চালু করা হয়েছে। কুবির ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৪ হাজার ৪৪৭ জন আবেদন করেছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ১৬ হাজার ৪৮০ জন, ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ১৫ হাজার ৭৬৯ জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ১২ হাজার ১৯৮ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছে। আগামী ৪ ও ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর সকালে ‘এ’ ইউনিট এবং বিকেলে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৫ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কামাল উদ্দিন/এমএএস/এমএস
Advertisement