রাজধানীসহ দেশব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা শেষে চার লাখেরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেদিন থেকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) পর্যন্ত ২৮ লাখ ৯৪ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৪ লাখ ১ হাজার ১৯৪ জন।
Advertisement
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৭টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২০০টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হন আরও ২ হাজার ২০২ জন। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৩ দশমিক ২৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ২ হাজার ৫৭১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৮২৬ জন, চট্টগ্রামে ৫২০ জন, রংপুরে ৩৭ জন, খুলনায় ৩৬ জন, বরিশালে ৪০ জন, রাজশাহীতে ৫২, সিলেটে ৩৪ এবং ময়মনসিংহ বিভাগের ২৬ জন রয়েছেন।
Advertisement
এমইউ/এসএস/এমএস