দেশজুড়ে

হবিগঞ্জে আইনজীবীকে কুপিয়ে আহত : প্রতিবাদে বিক্ষোভ

হবিগঞ্জে এনামুল হক এনাম (৩৮) নামে এক আইনজীবীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এসময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই শহীদুল হক ও বড় ভাই এসএম আওয়ালের উপরও হামলা চালানো হয়। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টায় শহরের ইনাতাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।আহত আইনজীবীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও আহতদের পরিবার জানায়, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, তার ভাই এসএম আউয়াল ও শহীদুল হক হামলাকারী পৌর যুবলীগের সহ-সভাপতি এনামুল হক শাহীনের ইনাতাবাদের বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার গভীর রাতে অজানা কারণে বাড়ির মালিক শাহীনের সঙ্গে ভাড়াটিয়া আইনজীবী এনামুল হক এনামের বিরোধ বাঁধে। এসময় শাহীন ও তার লোকজন দা দিয়ে আইনজীবী এনামুল হক এনামকে কুপিয়ে আহত করে। তা দেখে তার ছোট ভাই শহীদুল হক এগিয়ে গেলে তার উপরও হামলা চালানো হয়। এ অবস্থা দেখে তাদের বড় ভাই এসএম আউয়াল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে দায়িত্বরত চিকিৎসক আইনজীবী এনামুল হক এনামকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এদিকে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট এনামুল হকের উপর হামলার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন আইনজীবীরা। বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুবীর রায়, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনোয়ার আলী, অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন ও অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত প্রমুখ। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। হামলাকারীর পক্ষে কোনো আইনজীবী আদালতে মামলা পরিচালনা না করারও ঘোষণা দেয়া হয়।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএস/এমএস

Advertisement