ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা নামক স্থানে ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে রংপুরগামী ট্রাকের সঙ্গে সিরাজগঞ্জ থেকে আসা সবজিভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানচালক ও হেলপারসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- পিকআপচালক বাবুল (৩২), প্রিন্টিং প্রেসের শ্রমিক জোবায়ের (৩৫), নজরুল (৩০), রিয়াজ (২৮) ও বুলবুল (৪০)। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফলে। এছাড়া আহত দুজনের মধ্যে মিজানুর রহমানের (৬৫) বাড়িও বাউফলে। তবে অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, পিকআপে প্রিন্টিং প্রেসের মেশিন ছিল। প্রেসের শ্রমিকরা পিকআপে ঘুমাচ্ছিলেন। পিকআপটি টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নের কান্দিলায় পৌঁছলে সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। এ সময় ট্রাকচালক ঘন কুয়াশার কারণে পিকআপ ভ্যানটি দেখতে না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়।
Advertisement
এতে পিকআপে থাকা চার শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া হাসপাতালে নেয়ার পথে পিকআপ চালক বাবুলও মারা যান।
আরিফুর রহমান টগর/এফএ/এএইচ/জেআইএম