মাস্ক না পরায় লক্ষ্মীপুরে ৩৫ জনকে জরিমানা করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে একশ টাকা করে জরিমানা করা হয়।
Advertisement
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মানুষকে সচেতন করতে বিনামূল্যে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, শীতে করোনাভাইরাস সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়েছে।
লক্ষ্মীপুর সদরের ইউএনও মোহাম্মদ মাসুম বলেন, লক্ষ্মীপুরবাসীর কল্যাণে স্বাস্থ্যবিধি জনগণকে মেনে চলতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এতে মাস্ক পরা সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশ অমান্য করলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
কাজল কায়েস/এমএসএইচ