আন্তর্জাতিক

পাকিস্তানে ৪৫০ শিক্ষক চাকরিচ্যুত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে স্কুলে অনুপস্থিত থাকার অভিযোগে ৪৫০ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে পরিত্যক্ত আরো ৬৫০ টি স্কুলের অর্থায়ন বন্ধ করে দেয়া হয়েছে। বেলুচিস্তানের শিক্ষাসচিব আব্দুল সবুর বলেন, পরিত্যক্ত ৬৫০ টি স্কুলে অর্থায়ন বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ৪৫০ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা কোন স্কুলে পড়াতেন না। অথচ বেতন নিতেন। তিনি বলেন, এগুলোর বেশিরভাগেরই অস্তিত্ব কাগজে কলমে রয়েছে। এছাড়া কিছু স্কুল আছে পরিত্যক্ত অবস্থায়। সেখানে শিক্ষক, শিক্ষার্থী নেই।শিক্ষামন্ত্রী রাজা মোহাম্মদ ব্রাইচ বলেন, কর্তৃপক্ষ আরো কয়েকশ স্কুল ও শিক্ষককে চিহ্নিত করেছে শিগগিরই এসব স্কুলের বিরুদ্ধে অভিযান চালানো হবে। তিনি বলেন, শিক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা এসব স্কুল ও অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছি।এসআইএস/এমএস

Advertisement