জাতীয়

করোনা রোগী শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়াল

দেশে বেড়েই চলেছে করোনা রোগী শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হারে রোগী শনাক্ত হয়েছে ১৫ শতাংশেরও বেশি।

Advertisement

গত একদিনে দেশের ১৩৭টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৯৮৩টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও দুই হাজার ১৯৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যানুপাতে শনাক্ত হওয়া রোগী বৃদ্ধি পেয়ে ১৫ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত মাস দুয়েক ধরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার ১০ থেকে ১২ শতাংশ থাকলেও সম্প্রতি রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে রাজধানীসহ সারাদেশে আরটি-পিসিআর ১১২টি, জিন এক্সপার্ট ১৫টি এবং র‌্যাপিড এন্টিজেন ১০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে।

Advertisement

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সোমবার (৭ ডিসেম্বর) পর্য়ন্ত সারাদেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৮টি। এর মধ্যে সরকারি ব্য্যবস্থাপনায় ২৩ লাখ ৩ হাজার ৭০টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ লাখ ৭৪ হাজার ৪৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এমইউ/এমআরআর/এমএস