পৃথিবীতে কত অদ্ভূদ রকমের সাজসজ্জা করছে মানুষ। আধুনিকতার ছোঁয়ায় যখন মানুষ নিত্য নতুন অলঙ্কার ব্যবহার করছে তখন একেবারেই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে আফ্রিকা মহাদেশে। ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলের ওমো উপত্যকার দাসসানেক উপজাতির মানুষের কথাই ধরুন। এই উপজাতির লোকজন পুরাতন বোতলের ছিপি, ভাঙা ও নষ্ট হাত ঘড়ি, মোবাইলের সিম কার্ড তাদের ফ্যাশন হিসেবে ব্যবহার করছেন। এসব নষ্ট ও পুরাতন জিনিস তারা সংগ্রহ করে নিত্য নতুন ফ্যাশন সামগ্রী তৈরি করছেন। একই সঙ্গে বাজারেও এসব সামগ্রীর কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে।ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাসসানেক উপজাতির এসব মানুষ পুরাতন বর্জ্য থেকে নিজস্ব স্টাইলে ফ্যাশন সামগ্রী তৈরি করছেন। একইসঙ্গে এ সম্প্রদায়ের পুরুষ ও নারীরা এগুলো ব্যবহার করছেন। তবে নারী পুরুষ সবার পছন্দের শীর্ষে রয়েছে বোতলের ছিপি দিয়ে তৈরি এক ধরনের মাথায় পড়ার সামগ্রী। এই উপজাতির লোকজনের মধ্যে যার কাছে যত বেশি ছিপি থাকে তারা তত বেশি খুশি। এরিক নামে একজন ডেইলি মেইলকে বলেন, আধুনিক বিশ্বের কাছ থেকে যেসব সামগ্রী আসছে সেগুলোর চাহিদা রয়েছে। আধুনিক প্রযুক্তির উন্নতির সঙ্গে টিকে থাকতে তারা এই প্রচেষ্টা চালিয়ে আসছে। কেননা আধুনিক সামগ্রী কেনার মতো সামর্থ্য তাদের নেই। দেখুন ছবিতে...এসআইএস/পিআর
Advertisement