আইন-আদালত

ননী ও তাহেরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা অব্যাহত

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার মো. ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান কবিরের জেরা অব্যাহত রয়েছে ট্রাইব্যুনালে।বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেরার পরবর্তী দিন ঠিক করেন । এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল এবং সাবিনা ইয়াসমিন খান মুন্নী।অন্যদিকে আসামি পক্ষে উপস্থিত ছিলেন- আব্দুস সুবহান তরফদার। তিনি তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। তবে জেরা আংশিক করার পর তা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম মূলতবি করেন আদালত। আসামি পক্ষের আইনজীবীর অসুস্থতার কারণে তদন্ত কর্মকর্তাকে জেরা করার জন্য আরো সময় আবেদন করেন আসামিপক্ষ। ট্রাইব্যুনাল আইনজীবীর আবেদন বিবেচনা করে মামলার পরবর্তী কার্যক্রম আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মুলতবির আদেশ দেন।মামলায় মোট ৩২ সাক্ষী তাদের জবানবন্দি পেশ করেছেন। পরে আসামিপক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেছেন। এখন মামলার সর্বশেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা (আইও) জবানবন্দি পেশ করার পারে জেরার কার্যক্রম চলছে। তার জেরা শেষ হওয়ার পারে মামলার সর্বশেষ কার্যক্রম আর্গুমেন্ট যুক্তি-তর্ক পেশ করার হবে। পারে মামলায় রায়ে ঘোষণার জন্য নির্ধারণ করবে আদালত।এফএইচ/এসএইচএস/এমএস

Advertisement