কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইন্ধনদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
Advertisement
সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতা ও ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেন, ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে যে অপশক্তি জড়িত তাদের এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। তাদের পাকিস্তান পাঠিয়ে দেয়ার জন্য দ্রুতই কর্মসূচি দেয়া হবে।
তিনি আরও বলেন, কুষ্টিয়ায় যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে সেখানে সারাবাংলার সাংবাদিক সমাজ মহাসমাবেশ ডেকেছে। সাংবাদিক সমাজ ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানাচ্ছে।
Advertisement
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, মাওলানা মামুনুল হক ও চরমোনাই পীরসহ যারা ভাস্কর্য ভাঙতে ইন্ধন জুগিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারের কাছে দাবি জানাব- তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।
তিনি আরও বলেন, কুষ্টিয়ায় শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা হয়নি, আমাদের চেতনায় আঘাত করা হয়েছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। সরকারের কাছে আমাদের জোর দাবি, কোনো অবস্থাতেই তাদের ছাড় দেয়া যাবে না।
মানববন্ধনে ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাবেক সভাপতি কাজী রফিক ছাড়াও সিনিয়র সাংবাদিক সমীরণ রায়, সুভাষ চন্দ্র বাদল, মুফতি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএম/বিএ/জেআইএম
Advertisement