জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘের দুই মানবাধিকার বিশেষজ্ঞ। বৃহস্পতিবার জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহবান জানান জাতিসংঘের সামারি এক্সিকিউশন-বিষয়ক স্পেশাল র্যাপোটিয়ার ক্রিস্টফ হেইন্স এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র্যাপোটিয়ার গ্যাব্রিয়েলা নাউল।এদিকে, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে ফাঁসির আদেশের বিরোধিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অপেক্ষমাণ সব দণ্ড মুলতবি করারও আহবান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার সংস্থার ঢাকা অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। -খবর রেডিও তেহরানগণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইইউ জানায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন অপরাধের বিচার প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণে রেখেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন এসব অপরাধের সম্ভাব্য ফাঁসির দণ্ড নিয়ে শুরু থেকেই উদ্বেগ জানিয়ে আসছে ইইউ।উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।
Advertisement