দেশজুড়ে

সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স করোনায় আক্রান্ত

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে তার করোনা পজিটিভ রির্পোট আসে। পরে রাত ৮টায় গোলাম ফারুক প্রিন্স নিজেই তার ফেজবুক পেজে স্ট্যাটাসে দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান রকি জানান, তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। করোনা উপসর্গ দেখা দেয়ায় তিনি নমুনা দেন। রোববার বিকেলে পজিটিভ রিপোর্ট আসে। তবে তিনি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। সুস্থ না হওয়া পর্যন্ত তিনি ঢাকার বাসায় আইশোলশনে থেকেই চিকিৎসা নেবেন বলে জানান তিনি।

এদিকে গোলাম ফারুক প্রিন্সের দ্রুত সুস্থতা কামনা করে পাবনার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান দোয়া করেছেন।

Advertisement

আমিন ইসলাম/এএইচ/এমকেএইচ