দেশজুড়ে

লাল সবুজ সংঘের গাছের চারা বিতরণ

মুন্সিগঞ্জ সদরে শিক্ষার্থী এবং পথচারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। রোববার (৬ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।

Advertisement

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল জাগো নিউজকে বলেন, তারা প্রতি বছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করেন। তারই অংশ হিসেবে আজ মুন্সিগঞ্জ সদরে গাছের চারা বিতরণ করা হয়েছে।

এর আগে ৫৯টি জেলায় গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সংগঠনটির সদস্যরা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, আদিবুল ইসলাম, লাল সবুজ উন্নয়ন সংঘের মনিটরিং সেলের নির্বাহী প্রধান ইমরান হোসেন বাবু, হবিগঞ্জ শাখার সভাপতি নাঈম উদ্দিন প্রিয়, পটুয়াখালী শাখার আহ্বায়ক সোলায়মান খান উপস্থিত ছিলেন।

Advertisement

এমএমএ/এমআরএম/পিআর