জাতীয়

করোনায় সুস্থতার হার ৮২.৯২ শতাংশ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থতার হার আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আট বিভাগে করোনা রোগী সুস্থ হন দুই হাজার ৫৫২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৫ হাজার ৯৬০ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ১৩৭টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯টি। এ সময়ে আক্রান্ত হিসেবে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৬৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে। করোনা পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৯২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা দুই হাজার ৫৫২ রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৯৫৭, চট্টগ্রামে ৪৬৫, রংপুরে ১৫, খুলনায় ৩০, বরিশালে ১২, রাজশাহীতে ৩৫, সিলেটে ৩৪ ও ময়মনসিংহে ৪ জন রয়েছেন।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এমইউ/জেএইচ/পিআর