পাঠকনন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তাকে বলা হয় বাংলা সাহিত্য ও টিভি নাটকের বাদশাহ। আসছে ১৩ নভেম্বর পালিত হবে এই কিংবদন্তির ৬৭তম জন্মদিন। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে নানা আয়োজনের পরিকল্পনা নিয়েছে। সেইসাথে চ্যানেল আইসহ দেশের টিভি চ্যানেল ও রেডিওগুলোতেও নেয়া হয়েছে বেশ কিছু কর্মসূচি ও অনুষ্ঠানমালার আয়োজন। পাশাপাশি হুমায়ূন আহমেদের প্রকাশকরা শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে একক বইমেলা করবেন। ওই দিন বিকেল ৪টায় চার দিনব্যাপী বইমেলার উদ্বোধন করবেন তার অনুজ ড. মুহম্মদ জাফর ইকবাল।এ ছাড়াও হুমায়ূনের সৃষ্ট নন্দনকানন নুহাশ পল্লীতে মিলাদ মাহফিল, এতিমদের মাঝে খাদ্য বিতরণসহ হুমায়ূন স্মৃতিফলক উদ্বোধনের কথা রয়েছে।নাট্য সংগঠন ‘বহুবচন’ হুমায়ূন আহমেদের দেবী উপন্যাস থেকে নির্মাণ করেছে মঞ্চনাট্য ‘দেবী’। এটি ১৩ নভেম্বর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে।সেই সঙ্গে হুমায়ূন আহমেদের নানাবাড়ি (জন্মস্থান) মোহনগঞ্জ ও নিজ গ্রাম কেন্দুয়ার কুতুবপুরেও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন স্থানীয়রা।২০১১ সালের সেপ্টেম্বের মাসে সিঙ্গাপুরে চিকিৎসার সময় হুমায়ূন আহমেদের দেহে মলাশয়ের ক্যান্সার ধরা পড়ে। তারপর তিনি নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন। তবে টিউমার বাইরে ছড়িয়ে না-পড়ায় সহজে তার চিকিৎসা প্রাথমিকভাবে সম্ভব হলেও অল্প সময়ের মাঝেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ১২ দফায় তাকে কেমোথেরাপি দেওয়া হয়েছিল।অস্ত্রোপচারের পর তার কিছুটা শারীরিক উন্নতি হলেও, শেষ মুহূর্তে শরীরে অজ্ঞাত ভাইরাস আক্রমণ করায় তার অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। কৃত্রিমভাবে লাইভ সাপোর্টে রাখার পর ১৯ জুলাই ২০১২ তারিখে নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে এই নন্দিত লেখক মৃত্যুবরণ করেন। তাকে নুহাশ পল্লীতে দাফন করা হয়।তবে এই দিনটিকে ঘিরে দারুণ একটি আয়োজন হাতে নিয়েছিলো চ্যানেল আই। টিভিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেসের ব্যানারে লেখকের উপন্যাস অবলম্বনে তার স্ত্রী মেহের আফরোজ শাওন নির্মাণ করছেন ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্র। কথা ছিলো ছবিটি ১৩ নভেম্বর হুমায়ূনের জন্মদিনে মুক্তি দেয়া হবে। কিন্তু ছবিটির মুহিব চরিত্রে কাজ করা রিয়াজের হঠাৎ অসুস্থতায় ছবির শুটিং শেষ করতে দেরি হয়। যার ফলে লেখকের জন্মদিনে কৃষ্ণপক্ষের মুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এলএ/পিআর
Advertisement