আন্তর্জাতিক

ইয়াসির আরাফাতকে হত্যা করেছে ইসরায়েল

ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন পিএলও’র সাবেক নেতা ইয়াসির আরাফাতকে ইসরায়েল হত্যা করেছে বলে এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী ইয়াসির আরাফাতের হত্যাকাণ্ডের একাদশ বার্ষিকীর একদিন আগে ফিলিস্তিনি তদন্ত কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।তদন্ত দলের প্রধান তৌফিক তিরাভি বলেছেন, ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়েছেন ইয়াসির আরাফাত। তিনি বলেন, আরাফাতকে হত্যার জন্য ইসরায়েল দায়ী তবে হত্যার সঠিক পারিপার্শ্বিক অবস্থা ব্যাখ্যার জন্য আমাদের আরো কিছু সময়ের প্রয়োজন রয়েছে।এর দুই মাস আগে ফ্রান্সের একটি তদন্তকারী দল আরাফাতের হত্যার বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে।২০১২ সালে ইয়াসির আরাফাতের স্ত্রী সুহা ফ্রান্সের আদালতে একটি অভিযোগ দায়ের করেন। সুহা দাবি করেছেন, ২০০৪ সালে ফ্রান্সের মার্সি সামরিক হাসপাতালে অবস্থানের সময় তার স্বামীকে হত্যা করা হয়। এর মাস খানেক আগে ব্যাপক ডায়রিয়া ও বমি শুরু হলে আরাফাতকে এ হাসপাতালে ভর্তি করানো হয়। মৃত্যুর পর ফ্রান্সের চিকিৎসকরা বলেন, স্ট্রোকের কারণে মারা গেছেন ইয়াসির আরাফাত। এসআইএস/পিআর

Advertisement