তামিম ইকবালের বিদায়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে বাংলাদেশ দলের। দুর্ভাগ্যজনকভাবে স্ট্যাম্পিং হয়েছেন এই ওপেনার। আরেক ওপেনার ইমরুল কায়েসের মত প্রায় একই রকমভাবে আউট হলেও ক্রেমারের বল ব্যাটে লেগে উইকেটরক্ষক চিবাভার হাতে যায়। আউট হবার আগে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। ব্যক্তিগত ৭৩ রান করেন আউট হন তামিম। ৭টি চার এবং ১টি ছক্কায় এই রান করতে বল মোকাবেলা করেন ৯৮টি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে করেছে ১৭৫ রান। মুশফিকুর রহিম ১৯ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন লিটন দাস।এর আগে ৩০তম ওভারে সিকান্দার রাজার বল এগিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করেন ইমরুল। আর বল ধরে স্ট্যাম্প ভাঙতে কোনো ভুল করেননি উইকেটরক্ষক চামু চাকাভা। আউট হবার তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম অর্ধশতক। ৯৫ বলে ৬টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৭৩ রান করেন এ ওপেনার।বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাণ আপ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নামে টাইগাররা। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দাপটে জিম্বাবুয়েকে চেপে ধরেছিল বাংলাদেশ।এর আগে প্রথম দুইটি ওয়ানডে ম্যাচ জিতে ইতোমধ্যে স্বাগতিকরা সিরিজ জিতে নিয়েছে। তথাপিও তৃতীয় ম্যাচ জিতে জয় দিয়েই বছর শেষ করতে চায় বাংলাদেশ। অপরদিকে ঘুরে দাঁড়িয়ে একটি জয় নিয়ে নিজেদের সম্মান রক্ষা করতে চায় জিম্বাবুয়ে।প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে জিম্বাবুয়েকে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে। তবে সে প্রতিরোধ ভেঙ্গে ৫৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে মাশরাফিবাহিনী।আরটি/এমআর
Advertisement