আন্তর্জাতিক

ভ্যাকসিনের প্রয়োগ শুরু করছে রাশিয়া

নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ৫’-এর প্রয়োগ শুরু করতে যাচ্ছে রাশিয়া। রাজধানী মস্কোর হাসপাতালগুলো থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। খবর- বিবিসি।

Advertisement

চলতি বছরের আগস্টে এই ভ্যাকসিনটির নিবন্ধন করেছিল রাশিয়া।

সংশ্লিষ্টরা বলছেন, এই ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর এবং এর উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু তারপরেও এর বিপুল পরিমাণে পরীক্ষামূলক প্রয়োগ চলছে।

জানা গেছে, স্পুটনিক ৫ এর প্রথম দুই ডোজ নিতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিবন্ধন করেছেন। তবে রাশিয়া ঠিক কত ইউনিট প্রস্তুতে সক্ষম সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। উৎপাদনকারীরা কেবল চলতি বছরের শেষ নাগাদ ২০ লাখ ইউনিট প্রস্তুত করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, তার শহরের মোট ১ কোটি ৩০ লাখ মিলিয়ন জনসংখ্যার মধ্যে সবার আগে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে সংযুক্ত কর্মীদেরকে ভ্যাকসিন নেয়ার জন্য বলা হয়েছে।

ভ্যাকসিনের উৎপাদন বাড়লে ক্রমান্বয়ে তা আরও মানুষকে দেয়া হবে বলেও জানান তিনি।

এসএস/এমএস

Advertisement