করোনাভাইরাস শনাক্তে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে।
Advertisement
শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের করোনা ফ্লু কর্ণারে এ কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন।
অ্যান্টিজেন পরীক্ষার জন্য একজন চিকিৎসক ও দুইজন টেকনোলজিস্টকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রানা নূর শামস, মেডিকেল অফিসার ফাইজুর রহমান ও ডা. রায়হান উদ্দিন এবং ডা. এনামুল হাসান।
Advertisement
উদ্বোধন শেষে তিনজন নারী ও পুরুষ করোনাভাইরাস পরীক্ষার জন্য তাদের নমুনা দেন। প্রতিদিন এ হাসপাতালে উপসর্গসহ আগত রোগীদের নমুনা অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হবে। পরীক্ষা বিনামূল্যে করা হলেও নমুনা সংগ্রহের জন্য ১০০ টাকা করে নেয়া হবে।
এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বলেন, সারাদেশের মোট ১০টি জেলায় করোনাভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ৩০ মিনিটের মধ্যেই ফলাফল পাওয়া যাবে।
আজিজুল সঞ্চয়/এসএমএম/জেআইএম
Advertisement