ধাঁধা :১. ‘নয়া জামাই গোসল করে, টুপি থাকে মাথার পরে। একশ’ কলস পানি দাও, তবু শুকনা তার গাও।’- কে সে?২. ‘গাছে নাই, পাতায় নাই ফুলে আছে, ফলে আছে।’ - কী আছে?৩. ‘রামের বামেতে বসি নই আমি সীতা, উড়িষ্যা নগরে মোর আছে এক মিতা।’- কি তার পরিচয়?উত্তর :১. কচু গাছ২. ল বর্ণ৩. র বর্ণএসইউ/পিআর
Advertisement