রাত পোহালেই দেশের ১০টি জেলায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে। সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এটি চালু হলে দ্রুততম সময়ে অর্থাৎ মাত্র ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করা যাবে।
Advertisement
শনিবার (০৫ ডিসেম্বর) থেকে দেশের যে ১০টি জেলার সদর হাসপাতালগুলো এই পরীক্ষা শুরু হবে সেগুলো হলো- গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও সিলেট।
জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ১০টি জেলার সদর হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হলেও পর্যায়ক্রমে দেশের আরটি-পিসিআর ল্যাবরেটরি না থাকা ৩১টি জেলায় সরকারিভাবে এই পরীক্ষা কার্যক্রম শুরু হবে। ১০০ টাকার বিনিময়ে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ ও উপসর্গ রয়েছে এমন ব্যক্তিরা পরীক্ষার সুযোগ পাবেন।
অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষার জন্য ইতোমধ্যেই ১০টি জেলার কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আনা হয়েছে মানসম্মত কিট।
Advertisement
উল্লেখ্য, উপসর্গহীন কোনো ব্যক্তিকে অ্যান্টিজেন পরীক্ষা করা হবে না।
এমইউ/এসএস/জেআইএম