জাতীয়

করোনায় আক্রান্ত সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Advertisement

শুক্রবার (৪ ডিসেম্বর) তার সাবেক সহকারী একান্ত সচিব জাকির হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাকির হোসেন জানান, নুরুল ইসলাম নাহিদ গত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা পরীক্ষা করান। পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, বর্তমানে তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা সার্বক্ষণিক তার খোঁজখবর নিচ্ছেন। নুরুল ইসলাম নাহিদ সবার কাছে দোয়া চেয়েছেন।

Advertisement

এদিকে অভিনেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এমএইচএম/এসজে/পিআর