দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী ও ব্যবসায়ীর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে এবং বরিশাল মহানগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়-দিনাজপুর :দিনাজপুরে মাইক্রোবাস চাপায় মোছা. শাহানাজ পারভীন (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের কৈকুড়ি কালিমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শাহনাজ পারভীন উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার গ্রামের মো. শাহজাহানের মেয়ে এবং গোলাপগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।গোলাপগঞ্জ কলেজের প্রভাষক দেবাংশু দাশ রানা জানান, শাহানাজ বীরগঞ্জ উপজেলা সদরে প্রাইভেট পড়ে বেলা ১১ টায় অটোরিকশাযোগে কলেজে রওনা দেয়। এ সময় উপজেলার নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ গোলাপগঞ্জ সড়কের কৈকুড়ি কালিমন্দির এলাকায় বিপরীতগামী একটি মাইক্রোবাস অটোরিকশাকে ধাক্কা দিলে শাহানাজ পারভীন অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। মাইক্রোবাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান পিন্নু ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, গুরুতর আহত হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।বরিশাল :বরিশাল মহানগরীর চাঁদমারী সংলগ্ন বান্দরোডে বাসচাপায় কবির মল্লিক নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত কবির মল্লিক সদর উপজেলার চরবাড়িয়া এলাকার আব্দুল কাদের মোল্লার ছেলে।কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জাগো নিউজকে জানান, বুধবার সাড়ে ১২টার দিকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের নেতাকর্মীদের নিয়ে আসা বাসটি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটায়। কবির মল্লিকের মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।এসএস/আরআইপি

Advertisement