জাতীয়

তাড়াহুড়া করে ভ্যাকসিন নিলে ক্ষতি হবে : জাফরুল্লাহ

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়া করলে লাভের চেয়ে ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

Advertisement

শুক্রবার (০৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যখাতে নৈরাজ্য-দুর্নীতি বন্ধে ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে লেবার পার্টির বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যথার্থতা প্রমাণিত না হওয়া পর্যন্ত ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়া করার দরকার নেই। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে পরিস্কারভাবে লিখেছে, তাড়াহুড়া করলে ভ্যাকসিন ভালোর চেয়ে ক্ষতি হবে।’

নিয়ম-নীতি মানলে ওষুধের দাম অর্ধেক হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার যদি নীতি মানে, নিয়ম মানে তাহলে ১৫ দিনের মধ্যেই ওষুধের দাম অর্ধেক হবে। কিন্তু সরকার আজ ব্যবসায়ীদের সরকার হয়ে গেছে।’

Advertisement

করোনা ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়ায় ব্যবসায়ীদের লাভ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘অলরেডি তারা চুক্তি করেছে সালমানের মাধ্যমে, বেক্সিমকোর মাধ্যমে। সেটা দুই ডলার কমে পেতো যদি সরকারি কোম্পানির মাধ্যমে তা আনা হতো। সরকারকে বলি এই অপব্যয় করার অধিকার আপনার নেই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট রফিক শিকদার, গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

এসএম/এসএস/পিআর

Advertisement