রাজনীতি

তারেক আইএসআই`র চর : হাছান মাহমুদ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) চর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করা হয়। হাছান মাহমুদ বলেন, তারেকের মিথ্যাচার গভীর ষড়যন্ত্রেরই অংশ। তারেক মূলত স্বাধীনতাবিরোধী অপশক্তির ক্রীড়নক হিসেবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চান। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চর হিসেবে তাদের শেখানো বুলিই তিনি উচ্চারণ করছেন।তারেকের উদ্দেশে তিনি বলেন, ২০০৮ সালে কাপুরুষের মতো রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন। যদি সাহস থাকে, তবে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে দেশে ফিরে কথা বলুন। আইনের মুখোমুখি হন।হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু বন্দিদশা থেকে মুক্তিলাভ করার সময় পাকিস্তানের সঙ্গে সদ্য স্বাধীন বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। সুতরাং পাসপোর্টের প্রসঙ্গ আসা অবান্তর। আর বঙ্গবন্ধুর মাপের বিশ্বনেতার পাকিস্তান থেকে লন্ডন, দিল্লি হয়ে ঢাকা ফেরার কোনো ভ্রমণ দলিলাদিরও (ট্রাভেল ডকমেন্ট) প্রয়োজন হয়নি। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই ইতিহাস।লিখিত বক্তব্যে আওয়ামী লীগের নেতা হাছান মাহমুদ আরও বলেন, তারেকের বক্তব্য অযাচিত-ভিত্তিহীন-উসকানিমূলক। এটা অশোভন, অরুচিকর ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।উল্লেখ্য, গত বুধবার পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে এক সভায় তারেক রহমান বলেন, প্রকৃত ইতিহাস বলার কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। কিন্তু এ মামলা হওয়া উচিত শেখ মুজিবুর রহমানের নামে। কারণ তিনি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন।

Advertisement