করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহমুদা পারুলের (৪৫) মৃত্যু হয়েছে।
Advertisement
সিনিয়র স্টাফ নার্স মাহমুদা পারুল জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, ক্যান্সারে আক্রান্ত মাহমুদা পারুল হার্ট ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে প্রায় এক সপ্তাহ আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
Advertisement
পরে (৩০ নভেম্বর) করোনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপরই তাকে আইসিইউতে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে হাসপাতালে ৩৪ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।
মঞ্জুরুল ইসলাম/এফএ/এমকেএইচ
Advertisement