জোকস

আজকের জোকস : জমজ বাচ্চা হওয়ার কারণ

জমজ বাচ্চা হওয়ার কারণচিকিৎসক: আপনার তো জমজ বাচ্চা হয়েছে।মহিলা: হবেই তো। বাচ্চা পেটে নিয়ে চ্যালেঞ্জ-২, আশিকি-২, দাবাং-২, জান্নাত-২, পাগলু-২ ফিল্ম দেখছি না, তাই।চিকিৎসক: ভাগ্যিস, আপনি বাচ্চা পেটে নিয়া খোকা ৪২০ ফিল্মটা দেখেন নাই।

Advertisement

****

ওষুধ খাওয়ার পর ভূমিকম্পএক বিদেশি ভদ্রলোক জাপানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। জাপানি ডাক্তার গিয়ে দেখলেন। তিনি একটি ওষুধ পানিতে গুলে খেতে দিলেন। বিদেশি ভদ্রলোক ওষুধ খেয়ে বললেন-ভদ্রলোক: বাবারে বাবা, খুব কড়া ওষুধ তো। খেয়ে দেখি, মনে হচ্ছে টলছি, ঘরের আসবাবগুলোও চোখের সামনে কেমন দুলছে।ডাক্তার: না না, ওষুধের জন্য নয়, এখন সত্যিই ভূমিকম্প হচ্ছে!

****

Advertisement

গাড়ি চালাইলেই আগুনমানসিক ওয়ার্ডে এক রোগী বেডের রেলিং ধরে বসে আছে তো আছেই। অনেক চেষ্টা করার পরও নার্সরা তাকে সরাতে পারলেন না। রাউন্ডের সময় ডাক্তার বললেন- ডাক্তার: আপনি এভাবে বসে আছেন কেন?রোগী: আমি তো ড্রাইভার! তাই গাড়িতে বসে আছি।ডাক্তার: তাই না কি? তাহলে গাড়ি চালান না কেন?রোগী: আরে পাগল, সামনে অ্যাকসিডেন্ট হয়েছে। গাড়ি চালাইলেই আগুন দেবে!

এসইউ/পিআর