জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা ভারতের

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

Advertisement

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ড. মোমেন দ্রুত আরোগ্য লাভ করে তার দাফতরিক দায়িত্ব পুনরায় শুরু করবেন।

বুধবার (২ ডিসেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে পরীক্ষা করা হলে গত ২৫ নভেম্বর করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

Advertisement

এরপর তার নাইজার সফর বাতিল করা হয়। তিনি এখন চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে।

আরএমএম/এফআর/এমএস