দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
Advertisement
বুধবার (২ ডিসেম্বর) পর্যন্ত রাজধানীসহ দেশের আটটি বিভাগে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন চার লাখ ৬৯ হাজার ৪২৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৭১৩ জনে। মৃতদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ১৪১ জন (৭৬ দশমিক ৫৮ শতাংশ) এবং নারী এক হাজার ৫৭২ জন (২৩ দশমিক ৪২ শতাংশ)।
বিভিন্ন বিভাগের মধ্যে মৃতের শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা তথা ঢাকা বিভাগ। মোট মৃত ছয় হাজার ৭১৩ জনের মধ্যে এ বিভাগে সর্বোচ্চ সংখ্যক তিন হাজার ৬১৮ জনের মৃত্যু হয়, যা শতাংশে ৫৩ দশমিক ৯০।
এছাড়া করোনায় চট্টগ্রাম বিভাগে এক হাজার ২৬৬ জন (১৮ দশমিক ৮৬ শতাংশ), রাজশাহীতে ৪০৮ জন (ছয় দশমিক ০৮ শতাংশ), খুলনায় ৪৯৯ জন (সাত দশমিক ৪৩ শতাংশ), বরিশালে ২১৯ জন (তিন দশমিক ২৬ শতাংশ), সিলেটে ২৬৬ জন (তিন দশমিক ৯৬ শতাংশ), রংপুরে ৩০৩ জন (চার দশমিক ৫১ শতাংশ) এবং ময়মনসিংহে ১৩৪ জনের (দুই শতাংশ) মৃত্যু হয়েছে।
Advertisement
এমইউ/এসজে/জেআইএম