বলপ্রয়োগ করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হলে গোটা মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহের ভারসাম্যে ভয়াবহ ধস নামবে, যা সহজে পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা মঙ্গলবার এ সতর্কবাণী উচ্চারণ করেন।তিনি বলেন, সিরিয়ার ক্ষমতায় পরিবর্তন আনা হলে তা শুধু সিরিয়াকে নয় সেই সঙ্গে গোটা মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহের ভারসাম্যে ভয়াবহ ধস নামাবে। এ ধরনের আরেকটি ‘শূন্যতা’ সহ্য করার শক্তি মধ্যপ্রাচ্যের নেই।মারিয়া যাখারোভা আরও বলেন, ঠিক এ কারণেই সিরিয়ার ক্ষমতার কাঠামো ধরে রাখার চেষ্টা করছে রাশিয়া। প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করলে তা হবে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের মনোবাসনা পূর্ণ করে দেয়ারই নামান্তর।আসাদকে সরালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুধু ‘ভীতিকর’ পরিবর্তনের সূচনা হবে না বরং সবগুলো দেশে একসঙ্গে ‘বিস্ফোরণ’ ঘটবে বলেও উল্লেখ করেন তিনি।আরএস/আরআইপি
Advertisement