যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানি হিউলেট প্যাকার্ড (এইচপি) গেমিং ল্যাপটপ ‘ওমেন’ উন্মোচন করলেন। ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯৯ ডলার। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে ওমেন উন্মোচনের বিষয়টি নিশ্চিত করা হয়। -খবর এনডিটিভিএইচপির পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক ন্যাশ জানান, গেমাররা জেতার জন্যই খেলেন এবং তারা প্রত্যাশা করেন তাদের পছন্দের পার্সোনাল।কম্পিউটারটিও যেন ঠিক জেতার মতো করেই সার্ভিস দেয়। এছাড়া নতুন ল্যাপটপটি গেম খেলার সময় গেমারদের প্রাধান্য বিস্তার করতে এক অন্য রকম অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছেন মাইক। গেমারদের জন্য ওমেন ল্যাপটপটির নকশায় ভিন্নতা আনা হয়েছে।ডিভাইসটিতে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই৭-৪৭১০এইচকিউ প্রসেসরের পাশাপাশি ইন্টেল এইচডি গ্রাফিকস ৪৬০০ ব্যবহার করা হয়েছে। ১৯২০–১০৮০ পিক্সেলের ১৫ দশমিক ৬ ইঞ্চি মাপের ফুল এইচডি আইপিএস টাচ ডিসপ্লে রয়েছে। এছাড়া ডুয়াল ফ্রন্ট ফেসিং বিটস অডিও স্পিকারের পাশাপাশি প্রশস্ত টাচ প্যাড এবং এইচপি ট্রুভিশন ফুল এইচডি ওয়েব ক্যামেরা রয়েছে। ১২৮ গিগাবাইট সাটা এসএসডি হার্ডডিস্কসহ বাজারে ছাড়া হলেও ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী ২৫৬ গিগাবাইট বা ৫১২ গিগাবাইটের হার্ডডিস্ক সংযোজন করতে পারবেন।২ দশমিক ১২ কেজি ওজনের ওমেন ল্যাপটপটির পুরুত্ব ১৯ দশমিক ৯ মিলিমিটার। এইচপির বিবৃতি অনুযায়ী, ওমেন ৪ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। এছাড়া ডুয়াল প্যানের কারণে এটি গরম হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়।ল্যাপটপটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে, যা শিগগিরই বিশ্বব্যাপী পিসি বাজারগুলোয়ও পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়। একই সঙ্গে ওমেন গেমিং মাউসের উন্মোচন করেছে এইচপি। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ দশমিক ৯৯ ডলার। তবে প্রতিষ্ঠানটির এ খুচরা যন্ত্রাংশগুলো চলতি মাসের শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে।
Advertisement