জাতীয়

অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার। বুধবার সকালে তাকে হস্তান্তর করা হয়। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর প্রকাশ করেছে।অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক ছিলেন অনুপ চেটিয়া। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশী মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়।উলফার প্রতিষ্ঠাতা সদস্য ও জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়ার বিরুদ্ধে ভারতে খুন, অপহরণ, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ১৯৯৭ সালে গ্রেফতার হওয়ার পর থেকে বাংলাদেশ সরকারের কাছে তিনবার রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন চেটিয়া। এছাড়া অনুপ চেটিয়া ভারত সরকারের শীর্ষ তালিকাভুক্ত আসামি। অনুপ চেটিয়াকে এমন এক সময়ে হস্তান্তর করা হলো যার কিছুদিন আগে ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনার কয়েক দিন পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এনএসএ কর্মকর্তা অজিত দেওয়ালের ব্যক্তিগত হস্তক্ষেপের ফলে বুধবার তাকে হস্তান্তর করা হয়েছে।এসআইএস/এআরএস/আরআইপি

Advertisement