করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং বিজেপি সংসদ সদস্য সানি দেওল। হিমাচল প্রদেশের স্বাস্থ্য সম্পাদক অমিতাভ ওয়াস্তি তার করোনা সংক্রমণের খবরটি নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন কুল্লু অঞ্চলে অবস্থানের পর থেকেই তার শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।
Advertisement
করোনা পরীক্ষা পজেটিভ আসার পর সানি দেওয়ল এক বিবৃতিতে জানান, ‘মঙ্গলবার (১ ডিসেম্বর) করোনা পরীক্ষা পজিটিভ আসে আমার। বর্তমানের শারীরিক তেমন কোনো সমস্যা নেই। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমি বর্তমানে আইসোলেশন এ আছি।
তবে আমার অনুরোধ, শেষ কয়েকদিন যারা আমার কাছে এসেছেন তারা নিজ দায়িত্বে আইসোলেশনে থাকুন।’
ববি দেওয়ল বর্তমানে ‘আপ্নে ২’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি মুক্তি পাবে ২০২১ সালের দিওয়ালিতে।এলএ/এমকেএইচ
Advertisement