ফিচার

আজকের এইদিনে : ১১ নভেম্বর ২০১৫

১৭৭১  খ্রিস্টাব্দের এই দিনে  আধুনিক কোষতত্ত্বের জনক মারি ফ্রাঁসোয়া বিশার জন্ম।১৭৯৩  খ্রিস্টাব্দের এই দিনে  শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।১৮২১  খ্রিস্টাব্দের এই দিনে   রুশ ঔপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম।১৮৬৬  খ্রিস্টাব্দের এই দিনে  কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।১৮৮৮  খ্রিস্টাব্দের এই দিনে  উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী ও ফার্সি পন্ডিত মাওলানা আবুল কালাম আজাদের জন্ম। ১৯০১  খ্রিস্টাব্দের এই দিনে  সোভিয়েত লেখক আলেকসান্দার ফাদায়েভের জন্ম।১৯০৭  খ্রিস্টাব্দের এই দিনে  কবি সুফী মোতাহার হোসেনের জন্ম। ১৯১৮  খ্রিস্টাব্দের এই দিনে  এক শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।১৯২৮  খ্রিস্টাব্দের এই দিনে  মেক্সিকান ঔপন্যাসিক কার্লোস ফুয়েন্তেসের জন্ম। ১৯৪৮  খ্রিস্টাব্দের এই দিনে  পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ইন্তেকাল।১৯৬৬  খ্রিস্টাব্দের এই দিনে  এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনি-১২ তে চড়ে চারদিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।১৯৭০  খ্রিস্টাব্দের এই দিনে   ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে  বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়। ২০০৪  খ্রিস্টাব্দের এই দিনে   ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংস্থা পিএলও`র প্রধান ও স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত মারা যান।এসইউ/এইচআর/আরআইপি

Advertisement