জাতীয়

করোনাভাইরাস : সুস্থতার হার ৮২ শতাংশ ছাড়িয়েছে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ হাজার ২৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জনে। এ পর্যন্ত দেশে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৯৩ জন। আক্রান্ত বিবেচনায় রোগীর সুস্থতার হার ৮২ দশমিক ০২ শতাংশ।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৯৬৯টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৭ লাখ ৮৮ হাজার ২০২টি।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৮৪৩ জন, চট্টগ্রামে ৪১৯, রংপুরে ৫০, খুলনায় ৪৬, বরিশালে ২৮, রাজশাহীতে ৮৪, সিলেটে ৩৩ ও ময়মনসিংহ বিভাগের ১১ জন রয়েছেন।

এমইউ/এসএস/এমএস