জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত বরিশাল বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থকে সামনে রেখে বরিশাল বিভাগের ছাত্রকল্যাণ সমিতি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক সভার মাধ্যমে এই সমিতি গঠন করা হয়।নব নির্বাচিত কমিটিতে প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর শিকদার মো. জুলকার নাইনকে সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ইমরান ফয়সালকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি- মাহমুদুল হাসান রুবেল (শিক্ষক, বায়োকেমিস্ট্রি বিভাগ), সৈয়দা মরিয়ম লিজা (শিক্ষক, মাইক্রোবায়োলজি বিভাগ), মুতাসিম বিল্লাহ নাসির, (৩৯ তম আবর্তন প্রত্নতত্ত্ব বিভাগ), সালমা আক্তার (৪০তম আবর্তন, লোক-প্রশাসন বিভাগ), রুহুল আমিন (৪১তম আবর্তন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ)। যুগ্ম সাধারণ সম্পাদক- নাজমুল হাসান অভি (৪২তম আবর্তন, ইতিহাস বিভাগ), নিয়াজ মোর্শেদ আবির (৪২তম আবর্তন, প্রাণী বিদ্যা বিভাগ), ইসমাইল গাজী সৌরভ (৪২তম আবর্তন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ)। সাংগঠনিক সম্পাদক- বেলাল হোসাইন (৪২তম আবর্তন অর্থনীতি বিভাগ), কোষাধ্যক্ষ- মো. মুসা (৪৩তম আবর্তন অর্থনীতি বিভাগ), প্রচার সম্পাদক- বায়জিদ ইসলাম (৪২তম আবর্তন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ)।ছাত্রী বিষয়ক সম্পাদক- তাসমিয়া তাবাসসুম প্রাপ্তি (৪২তম আবর্তন লোক-প্রশাসন বিভাগ), সমাজ কল্যাণ সম্পাদক- আতিকুর রহমান তুহিন (৪৩তম আবর্তন, সরকার ও রাজনীতি বিভাগ)।দফতর সম্পাদক- নাজমুল খান তপু (৪৪তম আবর্তন, আইন ও বিচার বিভাগ) প্রকাশনা সম্পাদক- মো. রাকিবুল ইসলাম (৪৪তম, আবর্তন সরকার ও রাজনীতি বিভাগ) পাঠাগার বিষয়ক সম্পাদক-মুহিব্বুল্লাহ ইমরান (৪৩তম আবর্তন অর্থনীতি বিভাগ)। ক্রীড়া সম্পাদক- রাকিবুল ইসলাম রিসান (৪৪তম আবর্তন, আইন ও বিচার বিভাগ) কার্যকরী পরিষদ সদস্য- শুভ (৪৪তম আবর্তন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), ফয়সাল (৪৪তম আবর্তন, অর্থনীতি বিভাগ), জেমু (৪৪তম আবর্তন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), মাইমুনা আনিকা (৪৪তম আবর্তন, ভূতাত্তি¡ক-বিজ্ঞান বিভাগ), সাগর কর্মকর (৪৪তম আবর্তন, চারুকলা বিভাগ), রবিউল নোমান (৪৪তম আবর্তন, বাংলা বিভাগ) সভায় সভাপতিত্ব করেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো.আকবর হোসেন, ড. মো. হুমায়ুন কবির, শিকদার মো. জুলকারনাইন, মো: মাহমুদুল হাসান, সৈয়দা মরিয়ম লিজা প্রমুখ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারী। হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি
Advertisement