গত মার্চে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হন সিঙ্গাপুরের এক অন্তঃসত্ত্বা নারী। চলতি মাসে তিনি শিশুর জন্ম দিয়েছেন। শিশুটির শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির এক গণমাধ্যম।
Advertisement
বার্তা সংস্থা রয়টার্সের রোববারের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, নবজাতকের দেহে করোনার অ্যান্টিবডি পাওয়ার পর মায়ের মাধ্যমে শিশুর দেহে করোনা সংক্রমণের বিষয়টি সামনে উঠে এসেছে।
দেশটির দৈনিক স্ট্রেইট টাইমস রোববার ওই মায়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, চলতি মাসে শিশুটির জন্ম হয়। নবজাতকের দেহে করোনার অ্যান্টিবডি পাওয়া গেলেও কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়নি।
স্ট্রেইট টাইমসকে সেলিন এনজি-চ্যান নামের ওই নারী বলেন, ‘গর্ভাবস্থায় আমার কোভিড-১৯ অ্যান্টিবডি আমার ছেলের কাছে গেছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।’
Advertisement
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ওই মা কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে হাসপাতালে আড়াই সপ্তাহ চিকিৎসার পর ছাড়া পেয়েছিলেন বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক এ ইংরেজি দৈনিক।
শিশুটির জন্ম হয় ন্যাশনাল ইউনিভার্সি হাসপাতালে। তবে শিশুটির মা এবং ওই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চেয়ে অনুরোধ করা হলেও কেউই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনায় আক্রান্ত কোনো গর্ভবতী মায়ের থেকে শিশু কিংবা তার ভ্রুণের মধ্যে গর্ভাবস্থা বা বাচ্চা জন্ম দেয়া কালে করোনাভাইরাস সংক্রমণ ঘটতে পারে কিনা তা এখনও জানা যায়নি।
এ পর্যন্ত বুকের দুধ বা গর্ভে শিশুর আশপাশের তরলের নমুনায় ভাইরাসের সক্রিয় উপস্থিতি পাওয়া যায়নি।
Advertisement
এসএ/এমকেএইচ