গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ গ্রাহককে ছয় লাখ ১৯ হাজার ৫৩ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ চুরির দায়ে এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ চুরির দায়ে গাজীপুরের গাছা এলাকার সামছুন্নাহারকে ৪৬ হাজার৭৭৬ টাকা, ঝাঝর এলাকার সায়েদ আলীকে ৩৯ হাজার ৯৭৪, কুণিয়া পাচর এলাকার মোতালেবকে তিন লাখ ৬৫ হাজার ২৩৬, দক্ষিন খাইলকৈর এলাকার আরজু রহমানকে ৮০ হাজার ৯৩৯, ঝাঝর এলাকার নূরহাজারন বেগমকে ৬২ হাজার ৯৫৬ ও উত্তর খাইলকৈর এলাকার বাতেন মিয়াকে ২৩ হাজার ৪৮৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিগ্ধা তালুকদার। তাকে সহযোগিতা করেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) শেখ মোহাম্মদ আলী ও এজিএম মো. সোলাইমান।অপরদিকে, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রাধীন এলাকায় গত তিন মাসে ১৭ হাজার গ্রাহককে নতুন সংযোগ দেয়া হয়েছে। এছাড়া একই সময়ে অবৈধ বিদুৎ ব্যবহার করায় জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৬৬ লাখ টাকা।গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে গত ৩ মাসে ১৭ হাজার গ্রাহক বা পরিবারকে নতুন সংযোগ দেয়া হয়েছে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের নিকট থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের মূল্য বাবদ আদায় করা হয়েছে প্রায় ৬৬ লাখ টাকা। সরকারের ২০২১ সালের মধ্যে প্রত্যেক পরিবারকে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার নির্দেশনায় গাজীপুর পবিস কর্তৃক চলতি অর্থ বছরে লক্ষাধিক পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।গাজীপুর পবিসের জেষ্ঠ্য মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার দাশ জানান, চলতি অর্থ বছরে ৫৪৪ কিলোমিটার বৈদ্যুতিক লাইন ও সাতটি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। গাজীপুর পবিস কর্তৃক বর্তমানে চার হাজার ৭৩৩ কিলোমিটার বৈদ্যুতিক লাইনের মাধ্যমে তিন লাখ ২৭ হাজার গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেয়া হয়েছে।আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি
Advertisement