জাতীয়

সমবায়ের লাইসেন্সে ৬ প্রতিষ্ঠানের অবৈধ ব্যাংকিং

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সমবায় সমিতির রেজিস্ট্রেশন নিয়ে অবৈধ ব্যাংকিং করছে ৬টি সমবায় সমিতি। অভিযুক্ত সমবায় সমিতিগুলোকে ব্যাংক শব্দ সংশোধন করে নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদফতরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী অভিযুক্ত সমবায় সমিতি ছয়টি হলো- ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ সোসাইটি (ব্যাংক) লিঃ, ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিঃ, আদর্শ সমবায় ব্যাংক লিঃ, স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (ব্যাংক) সোসাইটি লিঃ, মার্চেন্ট কো-অপারেটিভ ব্যাংক লিঃ ও আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিঃ (সাবেক এসিসিএফ ব্যাংক লিঃ)। অভিযুক্ত সমবায় সমিতিগুলোকে ব্যাংক শব্দ সংশোধন করে নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদফতরকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সমিতিগুলো কোনো পদক্ষেপ না নিলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক যে সব সমবায় সমিতি বেআইনিভাবে তাদের নামের শেষে ব্যাংক শব্দ ব্যবহার করে প্রতারণা করছে তাদের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অভিযুক্ত সমিতিগুলোর নামের তালিকা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠানো হয়েছে। এইচএস/এসএইচএস/আরআইপি

Advertisement