নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। এ সময় ২৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। যার মধ্যে রাজনৈতিক দলের একটি কার্যালয়ও ছিল। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন, ঊর্ধ্বতন উপ-পরিচালক গোলাম মোস্তফা, সহকারী পরিচালক রেজাউল করিম রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।সরেজমিনে দেখা গেছে, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয় সংলগ্ন শ্রমিক নেতা লিয়াকতের মালিকানাধীন দি সিটি হেয়ার কাটিং নামের একটি সেমি পাকা সেলুন ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া এর পাশে থাকা অন্তত পাঁচটি অবৈধ স্থাপনা (কাঁচা) উচ্ছেদ করা হয়। এরপর সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন চারটি ক্যামেরা বোর্ডের দোকান, বন্দরের কথিত ছাত্রলীগ নেতা আরিফের নির্মিত ছাত্রলীগের কার্যালয়সহ অন্তত ১৫টি টং দোকান উচ্ছেদ করা হয়।জানা যায়, বিআইডব্লিউটিএ শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান রফিক ও ছাত্রলীগের নাম ভাঙিয়ে আরিফ এ সকল অবৈধ দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল।বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের যুগ্ম-পরিচালক আরিফ উদ্দিন জাগো নিউজকে জানান, বিআইডব্লিউটিএর জমিতে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করে সেখানে একটি মনোরম ফুলের বাগান তৈরি করা হবে।শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি
Advertisement