জাতীয়

করোনায় সুস্থতার হার ৮১ দশমিক ৪৬ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ২২৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এই নিয়ে দেশে সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন করোনা রোগী। এদিকে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জন। মোট আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮১ দশমিক ৪৬ শতাংশ।

Advertisement

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৮টি পরীক্ষাগারে ১৫ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৩৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৭৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জনে।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ২৯ হাজার ৫৮০টি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৩ জন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এই মহামারিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫৪৪ জনে।

এমইউ/এফআর/জেআইএম